Wellcome to National Portal
উমর মজিদ ইউনিয়ন রাজারহাট, কুড়িগ্রাম।
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

উমরমজিদ ইউনিয়নের উন্নয়নের মাইল ফলক পঞ্চ বার্ষিকী পরিকল্পনা

২০১৩-২০১৪ ইং অর্থ বছর

০১। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ।

০২। গলাকাটা হইতে বড়ঘাট পর্যন্ত রাস্তা পাকা করণ।

০৩। কৈকুড়ী হইতে সরকার পাড়া সচিব মহোদয়ের বাড়ী পর্যন্ত রাস্তা পাকা করণ।

০৪। বটতলিরহাট বাজারে রাস্তায় ইট বিছানো ও ছলিং করণ।

০৫। মধ্যভাটিয়াপাড়া, সরকারপাড়া, ছোটমহিষমুড়ি ও দাশপাড়ায় মাস্টারপ্ল্যান মোতাবেক বিদ্যুৎ সংযোগ প্রদান।

০৬। ইউনিয়নে স্বাস্থ্যসম্মত বিশুদ্ধ পানি সরবরাহ করণে গভির/অগভির ও সাধারন নলকুপ সরবরাহকরণ।

০৭। নারি উন্নয়নে শেলাই মেশিন প্রশিক্ষন ও বিতরন প্রকল্প।

০৮। ইউনিয়নে সকল ওয়ার্ডে ছাগল,ভেরা ও গবাদী পশুর ভ্যক্সিন প্রদান।

০৯। ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে রিংস্লাব/ ডায়ারিং পাইপ সরবরাহ করণ।

১০। ফরকেরহাট বাজারে পানি নিষ্কাশনে ক্যানেল নির্মাণ ও সেট সংষ্কার করণ।

১১। ফরকেরহাট উচ্চবিদ্যালয়, পূর্ববালাকান্দি দাখিলমাদ্রাসা, সাতভিটা উচ্চবিদ্যালয়, ফুলখাঁ উচ্চবিদ্যালয়,বটতলি বালিকাবিদ্যালয়,

      জয়দেবমালশাবাড়ী উচ্চবিদ্যালয় ও তালুয়াপাড়া মাদ্রাসা উন্নয়ন পকল্পে আওতাভুক্ত করণ।

১২। ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে-মেশিন বিতরন প্রকল্প।

১৩। ইউনিয়নে পরিবেশবান্দব গ্রাম বাস্তবায়নে রাস্তাঘাট, শিক্ষা প্রষ্ঠিানে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপন   কর্মসুচি।

১৪। কৃষকদের মাঝে উন্নত পাট বীজ ও সার সরবরাহ করণ।

১৫। খেলাধুলার মান উন্নয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, পাটাগারে ক্রীড়া সামগ্রী সরবরাহ করণ।

১৬। উমরপান্থাবাড়ী হায়দারের বাড়ী মসজিদ সংলগ্ন ইদগাহ মাঠে প্রাচীর নির্মাণ।

১৭। অতি দরিদ্র নারী/পুরুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করনে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন।

১৮। ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক পঙ্গু-স্বামী পরিত্যাক্তা, মক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবা ভাতা প্রকল্প বাস্তবায়ন।

১৯। শীতার্থ মানুষের জন্য শীত বস্ত্র বিতরন কর্মসূচি।

২০। ভাতীপাড়া মসজিদ, হাজিপাড়া মসজিদ, পাটোয়ারীপাড়া মসজিদ সংস্কার ও রাজমাল্লি ফাজিল মাদ্রাসা সংস্কার।

২১। পাটোয়ারীপাড়া পাকার মাথা হইতে গয়নাতের দোলার পাকা রাস্তা পর্যন্ত ইউড্রেন সহ রাস্তা সংস্কার।

২২। মাদারের কুড়া ইদগাহ মাঠ, ধনিপাড়া জামে মসজিদ, লতাবর জামে মসজিদ, দানানগর দূর্গা মন্দির সংস্কার।

২৩। রাজারহাট গামী ইউনিয়নের শেষ প্রান্ত আমেরতল শ্বশান ঘাটের গেট নির্মাণ।

২৪। দানানগর হইতে পশ্চিমে আমেরতল পর্যন্ত  রাস্তা/আবেদ কবিরাজের বাড়ী হয়ে লতাবর সাধুরবাজার পর্যন্ত ইউড্রেনসহ রাস্তা

       সংস্কার।

২৫। বটতলা জামে মসজিদ ও ওজুখানা, তালুয়াপাড়া জামে মসজিদ, তেতুল তলা জামে মসজিদ সংস্কার।

২৬। ফুলখাঁ সবুজেরবাড়ী হতেসাধুর বাড়ীর সামন দিয়া বটগাছ পর্যন্ত রাস্তা/বটতলা বাজারের পশ্চিমে তেতুলতলা পর্যন্ত ইউড্রেনসহ 

      রাস্তা সংস্কার।

২৭। ফুলখাঁ মন্ডলপাড়া মসজিদ, মাঠেরপাড় মসজিদ, নুরানী মাদ্রাসা সংস্কার।

২৮। কুমরগঞ্জ লালমিয়ার বাড়ী হয়ে জালাল উদ্দীনের বাড়ী হয়ে হিন্দুপাড়া পর্যন্ত ইউড্রেনসহ রাস্তা সংস্কার।

২৯। পশ্চিম সোনারিপাড়া মসজিদ, সরদারপাড়া পাতারিবাড়ী মসজিদ, নওদাবস জামে মসজিদ সংস্কার করণ।

৩০। সরদারপাড়া আবুল হাজির বাড়ী হইতে চৌমুহনী বাজার পর্যন্ত রাস্তা সংস্কার।

৩১। কৈকুড়ী মসজিদ ও নুরানী মাদ্রাসা, নলকাটা নজরুল মাস্টারের বাড়ীর মসজিদ, চকিদারপাড়া নুরানী মাদ্রাসা সংস্কার।

৩২। কৈকুড়ী ডিপটিউবওয়েল পাড় হইতে কষাইপাড়া হয়ে সাতভিটা স্কুল গেট পর্যন্ত (ইউড্রেনসহ) রাস্তা সংস্কার।

৩৩। মহিষমুড়ী আবেদ আলীর বাড়ীর মসজিদ,ঐতিহ্যবাহী তালতলা মসজিদ, সরকারপাড়া মসজিদ সংস্কার।

৩৪। মমিনের বাড়ী হয়ে, ময়েন হাজীর পুকুর পাড় হয়ে মুন্সিকাটা দিয়ে সাতভিটা স্কুলগেট ও উত্তরে রাস্তা সংস্কার।

৩৫। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ঘর সংস্কার/পূর্বপান্থাপাড়া মসজিদ,ফরকেরহাট মসজিদ ও গোপালের বাড়ী মন্দির সংস্কার।

৩৬। পূর্বপান্থাপাড়া হয়ে বাচ্চু মিস্ত্রির বাড়ী দিয়ে রহমতের বাড়ী হয়ে পাকা পর্যন্ত/নুরুলের বাড়ী হয়ে চৌধুরীরবাড়ীর পশ্চিমে পাকার

       মাতা পর্যন্ত/ডাঃ সামাদের বাড়ী হয়ে বালাকান্দি স্কুল পর্যন্ত ইউড্রেনসহ রাস্তা মেরামত।

৩৭। ভাটিটারী মসজিদ,করিমমেম্বারের বাড়ীর মসজিদ এবং উমরপান্থাবাড়ী এতিমখানা, হাফেজি মাদ্রাসা সংস্কার।

৩৮। মহির উদ্দীনের বাড়ী হইতে আশরাফুল মাস্টারের খামার হইয়া বাতেন মাস্টারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

৩৯।পূর্ব পান্থাপাড়া শচিন বাবুর মন্দির হয়ে চতলার বিল ক্যানেলে ইউড্রেন / বক্স কালভার্ট নির্মাণ।

৪০। ছোটমহিষমুড়ী খাঁ পাড়া আবুলের বাড়ী সংলগ্ন রেকর্ডকৃত রাস্তা ও অবৈধ দখলদারের হাত হতে উদ্ধারের মাধ্যমে হাকিমের বাড়ী

      পর্যন্ত রাস্তা সংস্কার।