Wellcome to National Portal
উমর মজিদ ইউনিয়ন রাজারহাট, কুড়িগ্রাম।
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০১৩ সালের হজ্জ প্যাকেজ
বিস্তারিত

হজ্জ প্যাকেজ-২০১৩ খ্রিঃ (১৪৩৪ হিজরী)

undefined

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ অক্টোবর ২০১৩ খ্রিঃ (৯ যিলহজ্জ ১৪৩৪ হিজরী) তারিখে এ বছরের পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে। পবিত্র হজ্জব্রত পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ্জ এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গমন করা যাবে। বাংলাদেশ হতে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০,০০০ (দশ হাজার) ও বেসরকারি ব্যবস্থাপনায় ১,১৭,১৯৮ (এক লক্ষ সতের হাজার একশত আটানব্বই) সর্বমোট ১,২৭,১৯৮ (এক লক্ষ সাতাশ হাজার একশত আটানব্বই) জন হজ্জযাত্রী পবিত্র হজ্জব্রত পালনের জন্য সৌদি আরব গমন করতে পারবেন।

 

আপনি কি বাংলাদেশী হজ্জযাত্রী?

undefined

২০১৩ সনের হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি ও পুলিশ ভেরিফিকেশন প্রসঙ্গে।

সকল এজেন্সী কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, ২০১৩ সনে হজ্জে গমণেচ্ছু হজ্জযাত্রীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এ লক্ষ্যে আগামী ১৫/০৬/২০১৩খ্রি: তারিখ হতে সকল হজ্জ এজেন্সির হজ্জযাত্রীদের অনলাইনে ডাটা এন্ট্রির কাজ শুরু হবে। ২০১৩ সনের হজ্জকার্য অবাধ,সুষ্ঠু করার ক্ষেত্রে ২০/০৭/২০১৩ খ্রি: তারিখের মধ্যে সকল এজেন্টকে তার এজেন্সির হজ্জযাত্রীদের সকল ডাটা অনলাইনে সঠিক ও নির্ভূলভাবে এন্ট্রি করতে হবে। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশনের জন্য সকল হজ্জযাত্রীর ডাটা অনলাইন থেকে সংগ্রহ করা হবে। যদি কোন এজেন্ট তার হজ্জযাত্রীর ডাটা অনলাইনে ভুল লিপিবদ্ধ করেন এবং যথাসময়ে তার পুলিশ রিপোর্ট না পাওয়া যায় তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্টকেই নিতে হবে। বর্ণিতবস্থায়, সকল এজেন্টকে আগামী ২০/০৭/২০১৩ খ্রি: তারিখের মধ্যে তার সকল হজ্জযাত্রীর তথ্য অনলাইনে লিপিবদ্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

বিস্তারিত জানতে ক্লিক করুন...

Hajj_pakage-2013.pdf

তথ্য সেবায়

নাজিমখান ইউআইএসসি

ডাউনলোড
প্রকাশের তারিখ
18/07/2013