১। (ক) ইউনিয়নের নামঃ ৬ নং উমরমজিদ ইউনিয়ন।
(খ) স্থাপিত সালঃ ১৯২৯ খ্রীঃ।
(গ) মোট আয়তনঃ ২৩.২৯ বর্গ কিলোমিটার।
(ঘ) পরিষদের সম্পত্তির বিবরণঃ
ক্রমিক নং | খং নং | দাগ নং | জে, এল, নং | কোন সূত্রে প্রাপ্ত | জমির পরিমাণ | জমা | মন্তব্য |
১ | ৩৩৩ | ৭৬৩ | ৪৬ | দানপত্র দলিল মুলে | ০.৩০একর | ১/২৫ |
|
(ঙ) পরিষদের ঘরের বিবরণঃ আধা পাকা বিল্ডিং।
(চ) কক্ষের সংখ্যাঃ ৩টি।
(ছ) নির্মাণ/মেরামতঃ নির্মাণ।
(জ) নামকরণঃ কথিত আছে যে, বর্তমানে ৩ নং ওয়ার্ডের অন্তর্গত ‘‘উমরমজিদ’’ মৌজায় সেই সময় উমর ও মজিদ নামে দুই ভাই বাস করতেন। তাঁহারা খুবই প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তাই তাহাদের নামে প্রথমে সেই এলাকার নাম উমরমজিদ হিসেবে পরিচিতি লাভ করে। পরবর্তীকালে যখন উমরমজিদ ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা করা হয়, তখন তাহাদের নামানুসারে উমরমজিদ ইউনিয়নের নামকরণ করা হয়।
(ঝ) পরিচিতিঃ বাংলাদেশের মঙ্গা-পীড়িত সর্ব উত্তরের জেলা কুড়িগ্রাম। উমরমজিদ ইউনিয়ন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত।
(ঞ) অবস্থানঃ রাজারহাট উপজেলা হইতে পূর্ব-দক্ষিণে ৮ কিলোমিটার এবং কুড়িগ্রাম সদর হইতে দক্ষিণ-পশ্চিমে ৯ কিলোমিটার। দক্ষিণে পান্ডুল ইউনিয়ন, উত্তরে বেলগাছা ও চাকির পাশার ইউনিয়ন, পূর্বে দূর্গাপুর ইউনিয়ন ও গোড়াই এবং পশ্চিমে নাজিম খাঁন ইউনিয়ন।
(ট) ভৌগলিক পরিচিতিঃ জেলা সদর থেকে দক্ষিণ-পশ্চিম কোণে উমরমজিদ ইউনিয়ন পরিষদ অবস্থিত। এখানে কোন নদী নাই। অধিকাংশ এলাকা প্রায় সমতল। পূর্ব ও উত্তর দিকে এই ইউনিয়নের একমাত্র নিম্নাঞ্চল। বন্যার সময় এই এলাকা প্লাবিত হয়। ধান, গম, পাট, সরিষা, আলু, পটল ইত্যাদি এখানকার প্রধান ফসল। এখানকার অধিকাংশ লোকই কৃষিজীবী। কিছু লোক চাকুরীজীবী ও অন্যান্য পেশায় নিয়োজিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস